শাহ্‌ আব্দুল করিম

উস্তাদ শাহ আবদুল করিম (১৫ ফেব্রুয়ারি ১৯১৬ – ১২ সেপ্টেম্বর ২০০৯) হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। তিনি বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে একুশে পদক পুরস্কারে ভূষিত হন।

শাহ আব্দুল করিম কে নিয়ে প্রবন্ধ

vatir purush shah abdul karim (ভাটির পুরুষ শাহ আব্দুল করিম)

vatir purush shah abdul karim (ভাটির পুরুষ শাহ আব্দুল করিম)

ভাটির পুরুষ - ফার্স্ট টেক >> লিখেছেন শাকুর মজিদভাটির পুরুষ শাহ আব্দুল করিম   ২১ সেপ্টেম্বর, ২০০৩। সকাল ৯টায় সিলেটের ওসমানী বিমানবন্দরে নেমেই পেয়ে যাই উজ্জ্বল দাশকে। এই উজ্জ্বল ও সুদীপ চক্রবর্তী দুই বন্ধু। উজ্জ্বল পড়ত জগন্নাথ কলেজে, সুদীপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে 'লন্ডনী কইন্যা' নামে একটা নাটক লিখে খুব বিপদে পড়ে গিয়েছিলাম। সিলেটবাসীর একাংশ আমার বিরুদ্ধে মিছিল-মিটিং করে একসময় আমাকে সিলেটে অবাঞ্ছিতই ঘোষণা করে। এ সময় হঠাৎ একদিন ফোন পাই ওয়েছ চৌধুরীর কাছ থেকে। তিনি সিলেট বিভাগ...

vatir purush shah abdul karim (ভাটির পুরুষ শাহ আব্দুল করিম)

Shah Nur Jalal on Shah Abdul Karim

Shah Nur Jalal on Shah Abdul Karim Shah Abdul Karim is one of the most recognised and celebrated baul icons of his time. He was born into a financially strained family in one of the most remote villages, Ujan Dhal, under Derai upazilla of Sunamganj district. The bard, who turned 94 this year, was unable to join his birthday celebrations owing to several age-related ailments. During a recent visit to his residence (on the occasion of the two-day “Shah Abdul Karim Loko Utshab ‘09″ arranged by...

vatir purush shah abdul karim (ভাটির পুরুষ শাহ আব্দুল করিম)

সৃজনশীল অসাম্প্রাদয়িক বাংলা গড়ার পথিকৃৎ শাহ্‌ আব্দুল করিম

পথিকৃৎ শাহ্‌ আব্দুল করিম  শেখ ইমতিয়াজ মেহেদী হাসান : ‘সখি,কুঞ্জ সাজাও গো’-কিন্তু কার জন্য এ কুঞ্জ সাজাবো? আমাদের এই প্রিয় মাতৃভূমির সমস্যার প্রেক্ষাপট নিজের সুর দ্বারা বদলানোর সেই মহান আদর্শে আদর্শিত পথিকৃৎ তথা প্রবাদ পুরুষ বাংলাদেশের বাউল শিল্পের স্বপ্নদ্রষ্টা, বিখ্যাত বাউল সম্রাট শাহ্‌ আব্দুল করিম অসংখ্য অপূর্ণতা আর অতৃপ্ত হৃদয় নিয়ে আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে ঢংকা বাজিয়ে গেছেন একটি সৃজনশীল বাংলাদেশ গড়ার। তাই একটি স্বাধীন ও স্বার্বভৌম দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এ সুবর্ণ সুযোগ...

vatir purush shah abdul karim (ভাটির পুরুষ শাহ আব্দুল করিম)

স্মৃতিতে প্রীতিতে শাহ্ আব্দুল করিম

স্মৃতিতে শাহ্ আব্দুল করিমকালনীর তীরে যে রাখাল বালক মাঠের গানে, মাটির টানে নিজেকে সমর্পণ করেন, কালনীর ঢেউ ও বাতাস যাকে একজন সাধক পুরুষে পরিণত করে তিনি বাউলসম্রাট শাহ্ আব্দুল করিম। সহজ ভাষায় সুরের ইন্দ্রজাল সৃষ্টি করে মানুষের হৃদয়ে স্থ্ান করে নেন। তাঁর গানের রাজ্যে তিনি একক অধিপতি। সেই গানের সুরে যুগ যুগ সৌরভ ছড়াবে। লোকসঙ্গিতের যে শাখাতে হাত দিয়েছেন সোনা ফলেছে। তিনি রাধারমন, হাসন রাজার যোগ্য অনুসারী। বাংলা ভাষায় তাঁর মত এত জনপ্রিয় সঙ্গিত রচনার বিরল দৃষ্টান্ত কোন বাউল শিল্পীর পক্ষে সম্ভব হয়নি।...

vatir purush shah abdul karim (ভাটির পুরুষ শাহ আব্দুল করিম)

শাহ্‌ আবদুল করিম

শাহ্‌ আব্দুল করিম এর জীবনী  বাউল সম্রাট শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাধীন ধল-আশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ইব্রাহিম আলী ও মা নাইওরজান। কাগমারী সম্মেলনে সঙ্গীত পরিবেশন করে আর মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্য তার জীবনের মধুরতম স্মৃতি।২০০৯ সালে ১২ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন। ‘গাড়ি চলে না চলে না, চলে না রে গাড়ি চলে না, আগে কী সুন্দর দিন কাটাইতাম, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বসন্ত বাতাসে,...

লিরিকস

Ami Bangla Mayer Chele Lyrics (আমি বাংলা মায়ের ছেলে লিরিকস)

আমি বাংলা মায়ের ছেলে
জীবন আমার ধন্য যে হায়
জন্ম বাংলা মায়ের কোলে
আমি বাংলা মায়ের ছেলে

বাংলা মায়ের মুখের হাসি
প্রাণের চেয়েও ভালোবাসি
মায়ের হাসি, পুর্ণ শশী
রত্ন-মানিক জ্বলে
মায়ের তুলনা কি আর ধরণিতে মিলে?
মা আমার শস্য শ্যামলা

read more

Ami Tomar Koler Gari Lyrics (আমি তোমার কলের গাড়ি লিরিকস)

তোমার ইচ্ছায় চলে গাড়ি
দোষ কেন পরে আমার?
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার

চলে গাড়ি হাওয়ার ভরে
আজব কল গাড়ির ভিতরে
নিজে থেকে চাকা ঘোরে
সামনে বাতি জ্বলে তার
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার

read more

Gaan Gai Amar Monre Bujhai Lyrics (গান গাই আমার মনরে বুঝাই লিরিকস)

গান গাই আমার মনরে বুঝাই
মন থাকে পাগলপারা
আর কিছু চাইনা মনে গান ছাড়া

গানে বন্ধুরে ডাকি
গানে প্রেমের ছবি আঁকি
পাবো বলে আশা রাখি
না পাইলে যাবো মারা
আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান আমার জপমালা
গানে খুলে প্রেমের তালা

read more

Tomra Kunjo Sajao Go Lyrics (তোমরা কুঞ্জ সাজাও গো লিরিকস)

তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
বসন্ত সময়ে কুকিল ডাকে কুহু সুরে
যৌবন বসন্তে মন থাকতে চায়না ঘরে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

আতর গোলাপ সোয়া-চন্দন আনো যতন করে
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে

read more

Asi bole gelo bondhu ailo na lyrics (আসি বলে গেলো বন্ধু আইলো না লিরিকস)

আসি বলে গেলো বন্ধু আইলো না
যাবার কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না।

আসবে বলে আশায় রইলাম
আশাতে নিরাশা হইলাম!
বাটাতে পান সাজাই থইলাম বন্ধু এসে খাইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না।

সুজন বন্ধুরে চাইলাম
মনে বড় ব্যথা পাইলাম।
আমি শুধু তাঁর গান গাইলাম সে আমার গান গাইলো না

read more

Age ki sundor din kataitam lyrics (আগে কী সুন্দর দিন কাটাইতাম লিরিকস)

আগে কী সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম।

হিন্দু বাড়িতন যাত্রা গান হইতো
নিমন্ত্রন দিতো তারা আমরা যাইতাম
জারি গান বাউল গান, আনন্দের তুফান
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম।

read more

Rongila Baroi re Lyrics (রঙ্গিলা বারই রে লিরিকস)

রঙ্গিলা বারই রে
তুমি নানান রঙের খেলা খেলো।
আমি তোমার প্রেমের পাগল
তোমায় বাসি ভালো,
রঙ্গিলা বারই রে
তুমি নানান রঙের খেলা খেলো।

তোমার কর্ম তুমি করো
মিছা দোষী আমি।
পুরাইতে তোমার বাসনা
দেশ-বিদেশে ভ্রমি।

read more

Shuno go Sojoni Lyrics (শুনো গো সজনী লিরিকস)

শুনো গো সজনী,
ভাবি দিন রজনী
মনে তো বুঝেনা বন্ধু ছাড়া।

বিনে প্রাণ-পাখি, কেমনে থাকি?
ঝরে দুই আঁখি, বহে ধারা
শুনো গো সজনী, ভাবি দিন রজনী
মনে তো বুঝেনা বন্ধু ছাড়া

ভালবেসেছিলো, মন-প্রাণ নিলো
পরে ফেলে দিলো, পাগলপারা
তার আশায় রয়েছি, কতো দুঃখ সয়েছি

read more

Sokhi tora prem korio na lyrics (সখি তরা প্রেম করিও না লিরিকস)

সখি তরা প্রেম করিও না
পিরিত ভালো না
সখি তরা প্রেম করিও না
প্রেম করছে যে জন জানে সেই জন
পিরিতেরও বেদনা;
সখি তরা প্রেম করিও না।

প্রেম করে ভাসলো সাগরে
অনেকে পাইলো না কুল;
জগত জুড়ে বাজে শুনি
পিরিতের কলঙ্কের ঢোল!

read more

Ami kulhara kolongkini lyrics (আমি কুলহারা কলঙ্কিনী লিরিকস)

আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

প্রেম করে প্রাণবন্ধুর সনে
যে দুঃখ পেয়েছি মনে
আমার কেঁদে যায় দিন-রজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

প্রেম করা যে স্বর্গের খেলা

read more

শাহ আব্দুল করিম এর নিজের কন্ঠের গান

Shorgo ar norok in own voice (স্বর্গ আর নরক নিজের কন্ঠে ভিডিও)

Shorgo ar norok in own voice (স্বর্গ আর নরক নিজের কন্ঠে ভিডিও)

গুরু শাহ আব্দুল করিমের নিজের কন্ঠে অসম্ভব দরদ দিয়ে গাওয়া চমৎকার স্বর্গ আর নরক গানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শুনবেন এবং শেয়ার করবেন     https://www.youtube.com/watch?v=edmXij13BRo   স্বর্গ আর নরককরি নাই পরখআছে বলেই শুধু শুনেছি।স্বর্গ আর নরককরি নাই...

দারুন ও পিরিতি নিজের কন্ঠে (ভিডিও)

দারুন ও পিরিতি নিজের কন্ঠে (ভিডিও)

গুরু শাহ আব্দুল করিমের নিজের কন্ঠে অসম্ভব দরদ দিয়ে গাওয়া চমৎকার দারুন ও পিরিতি গানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শুনবেন এবং শেয়ার করবেন...

দারুন ও পিরিতি নিজের কন্ঠে (ভিডিও)

আগের বাহাদুরি লাইভ

আগের বাহাদুরি এখন গেলো কই?
চলিতে চরণ চলেনা দিনে দিনে অবশ হই
আগের বাহাদুরি এখন গেলো কই?

শাহ আব্দুল করিম এর গান

তুমি বিনে আকুল পরাণ (ভিডিও)

তুমি বিনে আকুল পরাণ (ভিডিও)

তুমি বিনে আকুল পরাণ
থাকতে চায় না ঘরে রে
সোনা বন্ধু ভুইলো না আমারে
আমি এই মিনতি করি রে
এই মিনতি করি রে
সোনা বন্ধু ভুইলো না আমারে