সখি তরা প্রেম করিও না
পিরিত ভালো না
সখি তরা প্রেম করিও না
প্রেম করছে যে জন জানে সেই জন
পিরিতেরও বেদনা;
সখি তরা প্রেম করিও না।

প্রেম করে ভাসলো সাগরে
অনেকে পাইলো না কুল;
জগত জুড়ে বাজে শুনি
পিরিতের কলঙ্কের ঢোল!
দিতে গিয়ে প্রেমের মাশুল
মান কুলমান থাকেনা।
সখি তরা প্রেম করিও না
পিরিত ভালো না।
সখি তরা প্রেম করিও না।

পিরিত পিরিত সবাই বলে
পিরিতি সামান্য নয়;
কলঙ্ক অলঙ্কার করে
দুঃখের বোঝা বইতে হয়।
কাম হতে হয় প্রেমের উদয়
প্রেম হইলে কাম থাকেনা।
সখি তরা প্রেম করিও না
পিরিত ভালো না।
সখি তরা প্রেম করিও না।

প্রেমিকের প্রেম পরশে
শুদ্ধ প্রেমের উদয়;
প্রেমিক যে জন সেই মহাজন
না থাকে তাঁর লজ্জা ভয়।
বাউল আব্দুল করিমে কয়
ও প্রেমিকে বুঝেনা।
সখি তরা প্রেম করিও না
পিরিত ভালো না।
সখি তরা প্রেম করিও না।

সখি তরা প্রেম করিও না
পিরিত ভালো না
সখি তরা প্রেম করিও না
প্রেম করছে যে জন জানে সেই জন
পিরিতেরও বেদনা;
সখি তরা প্রেম করিও না।

 

Sokhi tora prem korio na (সখি তরা প্রেম করিও না), a beautiful bangla song composed by legendary baul shah abdul karim. Baul Shah Abdul Karim (Bengali: শাহ আবদুল করিম; 15 February 1916 — 12 September 2009) was a Bangladeshi Baul musician. He was awarded the Ekushey Padak in 2001 by the Government of Bangladesh. Beautiful “Sokhi tora prem korio na ” is one of his famous Song.