Lyrics of shah abdul karim
Ami Bangla Mayer Chele Lyrics (আমি বাংলা মায়ের ছেলে লিরিকস)
আমি বাংলা মায়ের ছেলে
জীবন আমার ধন্য যে হায়
জন্ম বাংলা মায়ের কোলে
আমি বাংলা মায়ের ছেলে
বাংলা মায়ের মুখের হাসি
প্রাণের চেয়েও ভালোবাসি
মায়ের হাসি, পুর্ণ শশী
রত্ন-মানিক জ্বলে
মায়ের তুলনা কি আর ধরণিতে মিলে?
মা আমার শস্য শ্যামলা
Ami Tomar Koler Gari Lyrics (আমি তোমার কলের গাড়ি লিরিকস)
তোমার ইচ্ছায় চলে গাড়ি
দোষ কেন পরে আমার?
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার
চলে গাড়ি হাওয়ার ভরে
আজব কল গাড়ির ভিতরে
নিজে থেকে চাকা ঘোরে
সামনে বাতি জ্বলে তার
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার
Gaan Gai Amar Monre Bujhai Lyrics (গান গাই আমার মনরে বুঝাই লিরিকস)
গান গাই আমার মনরে বুঝাই
মন থাকে পাগলপারা
আর কিছু চাইনা মনে গান ছাড়া
গানে বন্ধুরে ডাকি
গানে প্রেমের ছবি আঁকি
পাবো বলে আশা রাখি
না পাইলে যাবো মারা
আর কিছু চাইনা মনে গান ছাড়া
গান আমার জপমালা
গানে খুলে প্রেমের তালা
Tomra Kunjo Sajao Go Lyrics (তোমরা কুঞ্জ সাজাও গো লিরিকস)
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
বসন্ত সময়ে কুকিল ডাকে কুহু সুরে
যৌবন বসন্তে মন থাকতে চায়না ঘরে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
আতর গোলাপ সোয়া-চন্দন আনো যতন করে
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
Asi bole gelo bondhu ailo na lyrics (আসি বলে গেলো বন্ধু আইলো না লিরিকস)
আসি বলে গেলো বন্ধু আইলো না
যাবার কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না।
আসবে বলে আশায় রইলাম
আশাতে নিরাশা হইলাম!
বাটাতে পান সাজাই থইলাম বন্ধু এসে খাইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না।
সুজন বন্ধুরে চাইলাম
মনে বড় ব্যথা পাইলাম।
আমি শুধু তাঁর গান গাইলাম সে আমার গান গাইলো না
Age ki sundor din kataitam lyrics (আগে কী সুন্দর দিন কাটাইতাম লিরিকস)
আগে কী সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম।
হিন্দু বাড়িতন যাত্রা গান হইতো
নিমন্ত্রন দিতো তারা আমরা যাইতাম
জারি গান বাউল গান, আনন্দের তুফান
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম।
Rongila Baroi re Lyrics (রঙ্গিলা বারই রে লিরিকস)
রঙ্গিলা বারই রে
তুমি নানান রঙের খেলা খেলো।
আমি তোমার প্রেমের পাগল
তোমায় বাসি ভালো,
রঙ্গিলা বারই রে
তুমি নানান রঙের খেলা খেলো।
তোমার কর্ম তুমি করো
মিছা দোষী আমি।
পুরাইতে তোমার বাসনা
দেশ-বিদেশে ভ্রমি।
Shuno go Sojoni Lyrics (শুনো গো সজনী লিরিকস)
শুনো গো সজনী,
ভাবি দিন রজনী
মনে তো বুঝেনা বন্ধু ছাড়া।
বিনে প্রাণ-পাখি, কেমনে থাকি?
ঝরে দুই আঁখি, বহে ধারা
শুনো গো সজনী, ভাবি দিন রজনী
মনে তো বুঝেনা বন্ধু ছাড়া
ভালবেসেছিলো, মন-প্রাণ নিলো
পরে ফেলে দিলো, পাগলপারা
তার আশায় রয়েছি, কতো দুঃখ সয়েছি
Sokhi tora prem korio na lyrics (সখি তরা প্রেম করিও না লিরিকস)
সখি তরা প্রেম করিও না
পিরিত ভালো না
সখি তরা প্রেম করিও না
প্রেম করছে যে জন জানে সেই জন
পিরিতেরও বেদনা;
সখি তরা প্রেম করিও না।
প্রেম করে ভাসলো সাগরে
অনেকে পাইলো না কুল;
জগত জুড়ে বাজে শুনি
পিরিতের কলঙ্কের ঢোল!