গুরু শাহ আব্দুল করিমের নিজের কন্ঠে অসম্ভব দরদ দিয়ে গাওয়া চমৎকার স্বর্গ আর নরক গানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শুনবেন এবং শেয়ার করবেন

 

 

 

স্বর্গ আর নরক
করি নাই পরখ
আছে বলেই শুধু শুনেছি।
স্বর্গ আর নরক
করি নাই পরখ
আছে বলেই শুধু শুনেছি।

দয়া নাই যেখানে
কে যাবে সেখানে?
স্বর্গের মহিমা
শুনেছি তাই
সেখানে আছে বুঝি
খেমটাওয়ালী বাঈ
করে সুরাপান
হয়তো সস্তা নইলে
বিনামূল্যে পান
এখন খাইলে পরে
দোষ কেন ধরে…
তাইতো ফাঁপড়ে পড়েছি।
স্বর্গ আর নরক
করি নাই পরখ
আছে বলেই শুধু শুনেছি।

এই সকল সুখ
নরকেতে পাই না
তাইতো সেখানে
কেউ যেতে চায় না
অসুবিধা বাদে
আর কিছু দেখি না
নরকেই গরম খুব।
স্বর্গ আর নরক
করি নাই পরখ
আছে বলেই শুধু শুনেছি।

স্বর্গ আর নরক
করি নাই পরখ
আছে বলেই শুধু শুনেছি।
স্বর্গ আর নরক
করি নাই পরখ
আছে বলেই শুধু শুনেছি।