Jan 122013
 

আমি তুমি দুজন ছিলাম
এখন আমি একেলা
আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা

দুনিয়া কঠিনও তাই
দুঃখ কইবার জায়গা নাই
মনের দুঃখ কারে জানাই বসে কাঁদি নিরালা
আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা
আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা

দুঃখে আমার জীবন গড়া
সইলাম দুঃখ জনমভরা Continue reading »

Jan 122013
 

আল্লাহু আল্লাহু আল্লাহু, হোক নাম তোমারই
মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি
আমি দীনহীন, তুমি না বাসিও ভিন
তুমি না করাইলে মাবুদ আমি কি পারি?

তোমার তজল্লিশানে দীল রওশনে
অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজগুণে
তুমি দয়াবান মাবুদ, আমি যে অজ্ঞান
রাখো কিংবা মারো তোমার ভরসা করি।।

তোমার নামের জোরে, ইউনুস পয়গাম্বরে
চল্লিশ দিন বেঁচে রইলেন মাছের ভিতরে Continue reading »

Jan 092013
 

ভাটির পুরুষ (bhatir purush) বাউল সম্রাট শাহ আব্দুল করিমের উপরে নির্মিত আমার দেখা সেরা তথ্যচিত্র, এখানে পার্ট-2 দেয়া হোল, ক্রমান্বয়ে সবগুলো পার্ট দেয়া হবে, কৃতজ্ঞতাঃ রোজস্টারJan 082013
 

তুমি বিনে আকুল পরাণ
থাকতে চায় না ঘরে রে
সোনা বন্ধু ভুইলো না আমারে
আমি এই মিনতি করি রে
এই মিনতি করি রে
সোনা বন্ধু ভুইলো না আমারে

সাগরে ভাসাইয়া কুল-মান
তোমারে সঁপিয়া দিলাম আমার
দেহ-মন-প্রাণ
সর্বস্ব ধন করিলাম দান
তোমার চরণের তরে Continue reading »

Jan 082013
 

যা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান
মন মজালে ওরে বাউলা গান
আমার, মন মজালে ওরে বাউলা গান

অন্তরে আসিয়া যখন দিলে তুমি ইশারা
তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়া একতারা
মন মানেনা তোমায় ছাড়া তোমাতে সঁপেছি প্রাণ
মন মজালে ওরে বাউলা গান ।।

কি করে পাবো তোমারে তাই ভাবি দিন-রজনী
মনের ভাব প্রকাশ করি কথায় দিয়ে রাগিণী

Continue reading »

Jan 082013
 

 

যার যা ইচ্ছা তাই বলে বুঝিনা আসল-নকল
কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল
কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল

জন্ম আমার সিলেট জেলায়, সুনামগঞ্জ মহকুমায়
বসত করি দিরাই থানায়, গাঁয়ের নাম হয় উজানধল
কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল

কালনী নদীর উত্তরপাড়ে, আছি এক কুঁড়েঘরে
পোস্ট-অফিস হয় ধল-বাজারে, ইউনিয়ন তাড়ল Continue reading »

Jan 082013
 

এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে

জাতি কুল যৌবন গিয়াছে, প্রাণ যাইবে তার কাছে গো
যা হইবার তা হইয়া গেছে

কালার সঙ্গে প্রেম করিয়া কাল-নাগে দংশিছে
ঝাইড়া বিষ নামাইতে পারে এমননি কেউ আছে গো Continue reading »

Jan 082013
 

মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে?
দেখা দাওনা কাছে নেও না আর কতো থাকি দূরে?
কেমনে চিনিব তোমারে?

মায়াজালে বন্দি হয়ে আর কতকাল থাকিব
মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব
আশা রাখি আলো পাব, ডুবে যাই অন্ধকারে
কেমনে চিনিব তোমারে?

তন্ত্র-মন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি নাই Continue reading »

Jan 082013
 

কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখিব তর মন,
আমার আপন ঘরে বাদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি

পাড়া-পড়শি বাদী আমার,
বাদী কালন-নদী
মরম-জ্বালা সইতে না’রি, Continue reading »

Jan 082013
 

বন্ধুরে কই পাবো সখি গো
সখি আমারে বলো না?
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো
সখি দিলাম ষোল আনা
আমার প্রাণ-পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

কী আগুন জ্বালাইলো বন্ধে গো
সখি নিভাইলে নিভে না Continue reading »