এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে
এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে।

জাতি কুল যৌবন গিয়াছে,
প্রাণ যাইবে তার কাছে গো
যা হইবার তা হইয়া গেছে।
এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে।
এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে।

কালার সঙ্গে প্রেম করিয়া কাল-নাগে দংশিছে
ঝাইড়া বিষ নামাইতে পারে এমননি কেউ আছে গো
যা হইবার তা হইয়া গেছে
এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে।
এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে।

পিরিত পিরিত সবাই বলে পিরিত যে কইরাছে
পিরিত কইরা কতজনা জইলা-পুইড়া গেছে গো
যা হইবার তা হইয়া গেছে।
এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে।
এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে।

আগুনের তুলনা হয়না প্রেমাগুনের কাছে
নেভাইলে নেভেনা আগুন কি কইরা প্রাণ বাঁচে গো?
যা হইবার তা হইয়া গে।
এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে।
এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে।

বলে বলুক লোকে মন্দ কুলের ভয় কি আছে?
আব্দুল করিম জিতে-মরা বন্ধু পাইলে বাঁচে গো
যা হইবার তা হইয়া গেছে।
এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে।
এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে।

 

 

ekhon vabile ki hoibe go, ja hoibar ta hoiya geche (যা হইবার তা হইয়া গেছে, এখন ভাবিলে কি হইবে গো, যা হইবার তা হইয়া গেছে), a beautiful bangla song composed by legendary baul shah abdul karim. Baul Shah Abdul Karim (Bengali: শাহ আবদুল করিম; 15 February 1916 — 12 September 2009) was a Bangladeshi Baul musician. He was awarded the Ekushey Padak in 2001 by the Government of Bangladesh. Melodious  “ekhon vabile ki hoibe go, ja hoibar ta hoiya geche” is one of his famous Song.