Lyrics of shah abdul karim

Ami kulhara kolongkini lyrics (আমি কুলহারা কলঙ্কিনী লিরিকস)

Ami kulhara kolongkini lyrics (আমি কুলহারা কলঙ্কিনী লিরিকস)

আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

প্রেম করে প্রাণবন্ধুর সনে
যে দুঃখ পেয়েছি মনে
আমার কেঁদে যায় দিন-রজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

প্রেম করা যে স্বর্গের খেলা

Moner dukkho kar kache janai lyrics (মনের দুঃখ কার কাছে জানাই লিরকস)

Moner dukkho kar kache janai lyrics (মনের দুঃখ কার কাছে জানাই লিরকস)

মনে ভাবি তাই
মনের দুঃখ কার কাছে জানাই?
গরিব কুলে জন্ম আমার আজও তা মনে পরে
ছোটবেলা বাস করিতাম ছোট্ট এক কুঁড়ে ঘরে
দিন কাটিতো অর্ধাহারে রোগে কোনও ঔষধ নাই
মনের দুঃখ কার কাছে জানাই?

এক সঙ্গে জন্ম যাদের ১৩২৮ বাংলায়
আনন্দে খেলে তারা ইশকুলে পড়িতে যায়
আমার মনের দুর্বলতায় একা থাকা ভালো পাই
মনের দুঃখ কার কাছে জানাই?

Ager Bahaduri Ekhon Gelo Koi Lyrics (আগের বাহাদুরি এখন গেলো কই লিরিকস)

Ager Bahaduri Ekhon Gelo Koi Lyrics (আগের বাহাদুরি এখন গেলো কই লিরিকস)

আগের বাহাদুরি এখন গেলো কই?
আগের বাহাদুরি (গেলো কই?)
এখন গেলো কই?

চলিতে চরণ চলে না
চলিতে চরণ চলে না,
দিনে দিনে অবশ হই
আগের বাহাদুরি এখন গেলো কই?
গেলো কই?
আগের বাহাদুরি এখন গেলো কই?
(গেলো কই? গেলো কই? গেলো কই?)

Ami Ki Koribo re Lyrics (আমি কি করিবো রে প্রাননাথ লিরিকস)

Ami Ki Koribo re Lyrics (আমি কি করিবো রে প্রাননাথ লিরিকস)

আমি কি করিবো রে প্রাননাথ
তুমি বিনে
আমি কি করিবো রে প্রাননাথ
তুমি বিনে!
আমার সোনার অঙ্গ পুড়ে অঙ্গার
হল দিনে-দিনে রে প্রাননাথ
তুমি বিনে!
আমি কি করিবো রে প্রাননাথ
তুমি বিনে
আমি কি করিবো রে প্রাননাথ

Bondhure koi pabo shokhi lyrics (বন্ধুরে কই পাবো সখি লিরিকস)

Bondhure koi pabo shokhi lyrics (বন্ধুরে কই পাবো সখি লিরিকস)

বন্ধুরে কই পাবো সখি গো
সখি আমারে বলোনা…
বন্ধু বিনে পাগল মনে
বুঝাইলে বুঝেনা..
বন্ধুরে কই পাবো সখি গো
সখি আমারে বলোনা…
বন্ধু বিনে পাগল মনে
বুঝাইলে বুঝেনা..

বন্ধুরে কই পাবো সখি গো
বন্ধুরে কই পাবো সখি গো

Keno piriti baraila re lyrics (কেনো পিরিতি বাড়াইলা রে লিরিকস)

Keno piriti baraila re lyrics (কেনো পিরিতি বাড়াইলা রে লিরিকস)

কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখিবো তোর মন,
আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

পাড়া-পড়শি বাদী আমার,
বাদী কালনী নদী
পাড়া-পড়শি বাদী আমার,

Dekha daona kache neona lyrics (দেখা দাওনা কাছে নেও না লিরিকস)

Dekha daona kache neona lyrics (দেখা দাওনা কাছে নেও না লিরিকস)

দেখা দাওনা কাছে নেও না
আর কতো থাকি দূরে?মুর্শিদ ধন হে,
কেমনে চিনিবো তোমারে?
দেখা দাওনা কাছে নেও না
আর কতো থাকি দূরে?
কেমনে চিনিবো তোমারে?
মুর্শিদ ধন হে,
কেমনে চিনিবো তোমারে?

মায়াজালে বন্দি হয়ে আর কতকাল থাকিব
মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব

Ja hoibar ta hoiya geche Lyrics (যা হইবার তা হইয়া গেছে লিরিকস)

Ja hoibar ta hoiya geche Lyrics (যা হইবার তা হইয়া গেছে লিরিকস)

এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে
এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে।

জাতি কুল যৌবন গিয়াছে,
প্রাণ যাইবে তার কাছে গো
যা হইবার তা হইয়া গেছে।
এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে।
এখন ভাবিলে কি হইবে গো?

Keu bole shah abdul karim keo bole pagol Lyrics (কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল (লিরিকস)

Keu bole shah abdul karim keo bole pagol Lyrics (কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল (লিরিকস)

যার যা ইচ্ছা তাই বলে
যার যা ইচ্ছা তাই বলে
বুঝিনা আসল-নকল
কেউ বলে শাহ আব্দুল করিম
কেউ বলে পাগল
কেউ বলে শাহ আব্দুল করিম
কেউ বলে পাগল।

জন্ম আমার সিলেট জেলায়, সুনামগঞ্জ মহকুমায়
বসত করি দিরাই থানায়, গাঁয়ের নাম হয় উজানধল
কেউ বলে শাহ আব্দুল করিম

Advertisements