ছেড়ে যাইবা যদি (chere jaiba jodi)
কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখিব তর মন,
আমার আপন ঘরে বাদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
পাড়া-পড়শি বাদী আমার,
বাদী কালন-নদী
মরম-জ্বালা সইতে না’রি,
দিবা-নিশি কান্দি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কারে কি বলিব আমি
নিজেই অপরাধী
কেঁদে-কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
বাউল আব্দুল করিম বলে
হল এ-কী ব্যাধি?
তুমি বিনে এই ভুবনে
আমার কে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
korim amder ohnkar
I love his song
এই গানটা শাহ আব্দুল করিম এর কন্ঠে গাওয়া কোন রেকর্ড আছে কারো কাছে? শুনতে পারলে ভাল লাগতো, ধন্য হইতাম।