গাড়ি চলে না
চলে না
চলে না রে
গাড়ি চলে না ।

চড়িয়া মানব-গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্যপথে ঠেকল গাড়ি উপায়-বুদ্ধি মিলে না
গাড়ি চলে না ,
চলে না
চলে না রে
গাড়ি চলে না ।

মহাজনে যত্ন করে
পেট্রল দিলো টেঙ্কি ভরে
গাড়ি চালায় মন-ড্রাইভারে ভাল-মন্দ বুঝে না
গাড়ি চলে না , চলে না
চলে না রে
গাড়ি চলে না ।

গাড়িতে পেসেঞ্জারে
অযথা গণ্ডগোল করে
হ্যান্ডল-ম্যান, কন্ট্রাক্টারে কেউর কথা কেউ শুনে না
গাড়ি চলে না , চলেনা
চলে না রে
গাড়ি চলে না ।

ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলা ক্ষয় হয়েছে
ডায়নামো বিকল হয়েছে লাইটগুলা ঠিক জ্বলে না
গাড়ি চলে না , চলে না
চলে না রে
গাড়ি চলে না ।

ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশনও ভালো নয় রে
কখন জানি ব্রেকফেল করে ঘটায় কোন দুর্ঘটনা
গাড়ি চলে না , চলেনা
চলে না রে
গাড়ি চলে না ।

আব্দুল করিম ভাবছে এবার
কন্ডেম গাড়ি কি করব আর
সামনে বিষম অন্ধকার করতেছি তাই ভাবনা
গাড়ি চলে না ,
চলেনা
চলে না রে
গাড়ি চলে না ।

গাড়ি চলে না , চলে না
চলে না রে
গাড়ি চলে না ।

চড়িয়া মানব-গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্যপথে ঠেকল গাড়ি উপায়-বুদ্ধি মিলে না
গাড়ি চলে না , চলে না
চলে না রে
গাড়ি চলে না
গাড়ি চলে না
চলে না
চলে না রে
গাড়ি চলে না ।

 

 

Gari chole na (গাড়ী চলে না), a beautiful bangla song composed by legendary baul shah abdul karim. Baul Shah Abdul Karim (Bengali: শাহ আবদুল করিম; 15 February 1916 — 12 September 2009) was a Bangladeshi Baul musician. He was awarded the Ekushey Padak in 2001 by the Government of Bangladesh. This melodious and rhythmik song “Gari chole na” is one of his famous Song.