রাখো কিংবা মারো এই দয়া করো
থাকিনা যেনো তোমারে ভুলিয়া রে দয়াল
থাকিনা যেনো তোমারে ভুলিয়া ।
তুমি রাখো কিংবা মারো এই দয়া করো
থাকিনা যেনো তোমারে ভুলিয়া রে দয়াল
থাকিনা যেনো তোমারে ভুলিয়া ।

নিশি-দিনে, শয়নে-স্বপনে
পরাণে পরাণ মিশাইয়া
এই আঁধার রাতে
নেও যদি সাথে
নিজ গুণে পথ দেখাইয়া
দয়াল, থাকিনা যেনো তোমারে ভুলিয়া ।

আমি তোমার পাগল, ভরসা কেবল
দ্বীনবন্ধু তোমার নাম শুনিয়া
নেও যদি খবর,
হইবো অমর
নামের সুধা-পান করিয়া দয়াল
থাকিনা যেনো তোমারে ভুলিয়া

দয়াল নাম তোমার জগতে প্রচার
জীবে দয়া করো বলিয়া
আব্দুল করিম বলে,
রেখ চরণতলে,
দিয়োনা দূরে ঠেলিয়া দয়াল
থাকিনা যেনো তোমারে ভুলিয়া ।

রাখো কিংবা মারো এই দয়া করো
থাকিনা যেনো তোমারে ভুলিয়া রে দয়াল
থাকিনা যেনো তোমারে ভুলিয়া ।
তুমি রাখো কিংবা মারো এই দয়া করো
থাকিনা যেনো তোমারে ভুলিয়া রে দয়াল
থাকিনা যেনো তোমারে ভুলিয়া ।

Rakho kingba maro ei doya koro, Thakina jeno tomare vulia re doyal (রাখো কিংবা মারো এই দয়া করো, থাকিনা যেনো তোমারে ভুলিয়া রে দয়াল), a beautiful bangla song composed by legendary baul shah abdul karim. Baul Shah Abdul Karim (Bengali: শাহ আবদুল করিম; 15 February 1916 — 12 September 2009) was a Bangladeshi Baul musician. He was awarded the Ekushey Padak in 2001 by the Government of Bangladesh. Melodious  “Thakina jeno tomare vulia re doyal” is one of his famous Song.