প্রাণে আর সহেনা দারুন জ্বালা
মরণ ভালা,
প্রাণে আর সহেনা দারুন জ্বালা
প্রেম-ফুলের গন্ধে
ঠেকিয়াছি ফান্দে
গলেতে পরেছি প্রেম-মালা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা ।

আহার না লয় গো মনে
নিদ্রা নাই দুই নয়নে
শয়নে-স্বপনে যায়না ভোলা
বুঝাইলে না বুঝে মনে
জ্বলে মরি প্রেমাগুনে
অদর্শনে মন-প্রাণ উতলা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা ।

কোকিল মত্ত মধুর গানে
ভ্রমর মত্ত মধুপানে
বসে রই আমি যে নিরালা
দিয়া আমায় প্রেমালিঙ্গন
শান্ত কর পুড়া এ মন
সরল তুমি নাম তোমার সরলা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা ।

বাউল আব্দুল করিম বলে
গণার দিন ফুরাইয়া গেলে
যাবো চলে আমি যে একেলা
ভাই-বন্ধু পিতা-মাতায়
কি করিবে ভবের মায়ায়
দমের কোঠায় লাগবে যেদিন তালা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা ।

প্রেম-ফুলের গন্ধে
ঠেকিয়াছি ফান্দে
গলেতে পরেছি প্রেম-মালা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা।

 

 

Prane ar Sohena darun jwala, moron vala (প্রানে আর সহেনা দারুন জ্বালা, মরন ভালা), a beautiful bangla song composed by legendary baul shah abdul karim. Baul Shah Abdul Karim (Bengali: শাহ আবদুল করিম; 15 February 1916 — 12 September 2009) was a Bangladeshi Baul musician. He was awarded the Ekushey Padak in 2001 by the Government of Bangladesh. Melodious  “Prane ar Sohena darun jwala, moron vala” is one of his famous Song.