যা হইবার তা হইয়া গেছে (ja hoibar ta hoiya geche)
এখন ভাবিলে কি হইবে গো? যা হইবার তা হইয়া গেছে জাতি কুল যৌবন গিয়াছে, প্রাণ যাইবে তার কাছে গো যা হইবার তা হইয়া গেছে কালার সঙ্গে প্রেম করিয়া কাল-নাগে দংশিছে ঝাইড়া বিষ নামাইতে পারে এমননি কেউ আছে গো
এখন ভাবিলে কি হইবে গো? যা হইবার তা হইয়া গেছে জাতি কুল যৌবন গিয়াছে, প্রাণ যাইবে তার কাছে গো যা হইবার তা হইয়া গেছে কালার সঙ্গে প্রেম করিয়া কাল-নাগে দংশিছে ঝাইড়া বিষ নামাইতে পারে এমননি কেউ আছে গো
মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে? দেখা দাওনা কাছে নেও না আর কতো থাকি দূরে? কেমনে চিনিব তোমারে? মায়াজালে বন্দি হয়ে আর কতকাল থাকিব মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব আশা রাখি আলো পাব, ডুবে যাই অন্ধকারে কেমনে চিনিব তোমারে? তন্ত্র-মন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি নাই
কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তর মন, আমার আপন ঘরে বাদী রে বন্ধু ছেড়ে যাইবা যদি পাড়া-পড়শি বাদী আমার, বাদী কালন-নদী মরম-জ্বালা সইতে না’রি,
বন্ধুরে কই পাবো সখি গো সখি আমারে বলো না? আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা সাধে সাধে ঠেকছি ফাঁদে গো সখি দিলাম ষোল আনা আমার প্রাণ-পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা কী আগুন জ্বালাইলো বন্ধে গো সখি নিভাইলে নিভে না
আমি কি করিবো রে প্রাননাথ তুমি বিনে আমার সোনার অঙ্গ পুড়ে অঙ্গার হল দিনে-দিনে রে প্রাননাথ তুমি বিনে আসা যাওয়া সার হইয়াছে নিয়তির বিধানে জন্ম-জ্বরা যম-যাতনা বাড়ে দিনে দিনে রে প্রাননাথ তুমি বিনে
তুমি কই যাও রে ভাটিয়াল নাইয়া ললিত সুরে গাইয়া গান গান শুনিয়া চমকে আমার প্রাণ, মাঝি গান শুনিয়া চমকে আমার প্রাণ বাঁকা তোমার মুখের হাসি দেখে মন হইল উদাসী রে ও নাইয়া তুমি হইতায় যাদি দেশের দেশি নতুন যৌবন করতাম দান
সরল তুমি নাম যে তোমার সরলা শান্ত অতি শুদ্ধমতি সবাই বলে মন ভালা সরল তুমি নাম যে তোমার সরলা দেখলে শ্রদ্ধা হয় অন্তরে কতো ছেলে ভক্তিভরে ‘মা’ বলে সম্বোধন করে নিতে চায় পদধুলা সরল তুমি নাম যে তোমার সরলা
আগের বাহাদুরি এখন গেলো কই? চলিতে চরণ চলেনা দিনে দিনে অবশ হই আগের বাহাদুরি এখন গেলো কই? মাথায় চুল পাকিতেছে মুখের দাঁত নড়ে গেছে চোখের জ্যোতি কমেছে মনে ভাবি চশমা লই মন চলেনা রং-তামাশায়
সরলা গো, কি করিতে কি করিলাম লাভের আশায় মূল হারাইয়া ধনের কাঙ্গাল সাজিলাম কি করিতে কি করিলাম সরলা গো, কি করিতে কি করিলাম ছেলেবেলা ছিলাম ভালো মনেতে আনন্দ ছিল যৌবন আলো তারপরে পাইলাম ।
এই দুনিয়া মায়াজালে বান্ধা শুনবে কি বুঝবেও কি ওরে ও মন ধুন্ধা এই দুনিয়া মায়াজালে বান্ধা কতজনা পাগল হইয়া মায়াতে মন মজাইয়া আপনার ধন পরকে দিয়া সার হইয়াছে কান্দা বহুরূপী রঙ-বাজারে মন থাকেনা মনের ঘরে রঙ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্ধা