Category: Lyrics

Lyrics of Shah Abdul Karim

আগে তো জানিনা বন্ধের মনে কি ছিলো (age to janina bondher mone ki chilo) 1

আগে তো জানিনা বন্ধের মনে কি ছিলো (age to janina bondher mone ki chilo)

আগে তো জানিনা বন্ধের মনে কি ছিলো পিড়িতি করিয়া বন্ধে ছাড়িয়া গেলো শুনো ওগো সহচরী, ধৈর্য না ধরিতে পারি না দেখিলে প্রাণে মরি উপায় কি বলো? আগে তো জানিনা বন্ধের মনে কি ছিলো পিড়িতি করিয়া বন্ধে ছাড়িয়া গেলো

ঝিলমিল ঝিলমিল (jhilmil jhilmil) 7

ঝিলমিল ঝিলমিল (jhilmil jhilmil)

কোন মিস্তরি নাও বানাইলো এমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় চন্দ্র-সুর্য বান্ধা আছে নায়েরই আগায় দূরবীনে দেখিয়া পথ মাঝি-মাল্লায় বায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় কোন মিস্তরি নাও বানাইলো রে রঙ-বেরঙের কতো নৌকা ভবের তলায় আয় রঙ-বেরঙের সারি গাইয়া ভাটি বাইয়া যায়

থাকিনা যেন তোমারে ভুলিয়া (thakina jeno tomare vulia) 1

থাকিনা যেন তোমারে ভুলিয়া (thakina jeno tomare vulia)

রাখো কিংবা মারো এই দয়া করো থাকিনা যেন তোমারে ভুলিয়া নিশি-দিনে, শয়নে-স্বপনে পরাণে পরাণ মিশাইয়া এই আঁধার রাতে নেও যদি সাথে নিজ গুণে পথ দেখাইয়া দয়াল, থাকিনা যেন তোমারে ভুলিয়া আমি তোমার পাগল, ভরসা কেবল দ্বীনবন্ধু তোমার নাম শুনিয়া

প্রাণে আর সহেনা দারুন জ্বালা (prane ar sohena darun jala) 6

প্রাণে আর সহেনা দারুন জ্বালা (prane ar sohena darun jala)

প্রাণে আর সহেনা দারুন জ্বালা মরণ ভালা,  প্রাণে আর সহেনা দারুন জ্বালা প্রেম-ফুলের গন্ধে ঠেকিয়াছি ফান্দে গলেতে পরেছি প্রেম-মালা মরণ ভালা প্রাণে আর সহেনা দারুন জ্বালা আহার না লয় গো মনে নিদ্রা নাই দুই নয়নে শয়নে-স্বপনে যায়না ভোলা

আইলায় না রে বন্ধু (aylay na re bondhu) 1

আইলায় না রে বন্ধু (aylay na re bondhu)

আইলায় না আইলায় না রে বন্ধু করলায় রে দিওানা সুখ বসন্ত সুখের কালে শান্তি তো দিলায় না রে বন্ধু আইলায় না রে অতি সাধের পিড়িত রে বন্ধু নাইরে যার তুলনা দারুণ বিচ্ছেদের জ্বালা আমি আগে তো জানিনা রে বন্ধু আইলায় না রে

আর জ্বালা সহেনা গো সরলা (ar jala sohe na go sorola) 0

আর জ্বালা সহেনা গো সরলা (ar jala sohe na go sorola)

আমি তুমি দুজন ছিলাম এখন আমি একেলা আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা দুনিয়া কঠিনও তাই দুঃখ কইবার জায়গা নাই মনের দুঃখ কারে জানাই বসে কাঁদি নিরালা আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা আর জালা, আর জ্বালা সহেনা গো সরলা দুঃখে আমার জীবন গড়া সইলাম দুঃখ জনমভরা

আল্লাহু আল্লাহু (Allahu Allahu) 0

আল্লাহু আল্লাহু (Allahu Allahu)

আল্লাহু আল্লাহু আল্লাহু, হোক নাম তোমারই মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি আমি দীনহীন, তুমি না বাসিও ভিন তুমি না করাইলে মাবুদ আমি কি পারি? তোমার তজল্লিশানে দীল রওশনে অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজগুণে তুমি দয়াবান মাবুদ, আমি যে অজ্ঞান রাখো কিংবা মারো তোমার ভরসা করি।। তোমার নামের জোরে,...

তুমি বিনে আকুল পরাণ (tumi bine akul poran) 3

তুমি বিনে আকুল পরাণ (tumi bine akul poran)

তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু ভুইলো না আমারে আমি এই মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইলো না আমারে সাগরে ভাসাইয়া কুল-মান তোমারে সঁপিয়া দিলাম আমার দেহ-মন-প্রাণ সর্বস্ব ধন করিলাম দান তোমার চরণের তরে

মন মজালে ওরে বাউলা গান (mon mojale ore baula gan) 4

মন মজালে ওরে বাউলা গান (mon mojale ore baula gan)

যা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান অন্তরে আসিয়া যখন দিলে তুমি ইশারা তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়া একতারা মন মানেনা তোমায় ছাড়া তোমাতে সঁপেছি প্রাণ মন মজালে ওরে বাউলা গান ।। কি করে পাবো তোমারে তাই...

কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল (keu bole shah abdul karim) 0

কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল (keu bole shah abdul karim)

  যার যা ইচ্ছা তাই বলে বুঝিনা আসল-নকল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল জন্ম আমার সিলেট জেলায়, সুনামগঞ্জ মহকুমায় বসত করি দিরাই থানায়, গাঁয়ের নাম হয় উজানধল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল কালনী নদীর উত্তরপাড়ে, আছি...